চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা-ভাঙচুর, আহত ২৫

পটিয়া সংবাদদাতা

২০ ডিসেম্বর, ২০২৩ | ৭:৪৮ অপরাহ্ণ

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের গণসংযোগের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শেয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৬টি গাড়ি ভাঙচুর ও গাড়ির চাকা কেটে দেয়ার অভিযোগ করা হয়।

 

হামলায় ঈগল প্রতীকের প্রায় ২০-২৫ জন কর্মী সমর্থক আহত হয়। এর আগে বুধপুরা বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় বলে জানা যায়।

 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩০), গিয়াস উদ্দিন (৩০), নুরুল ইসলাম (৩২), গাড়ির চালক জাবেদ (৩২), তৌহিদুল ইসলাম ফারুকীর (৩৪) নাম জানা গেছে।

 

এ বিষয়ে হুইপ সামশুল হকের ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন অভিযোগ করে বলেন. কাশিয়াইশে গণসংযোগকালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি বহরে স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে ৫০/৬০ জন  সশস্ত্র হামলা চালায়।  এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট