চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

হরতালের মিছিল থেকে গাড়ি ভাংচুরের চেষ্টা, বাঁশখালীতে গ্রেপ্তার ১

বাঁশখালী সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৩ | ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বিরোধীদলের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় মহিউদ্দিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মহিউদ্দীন গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বরগুনার আফজাল আহম্মদের ছেলে।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলার চাম্বলবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় চাম্বল বাজারের দক্ষিণ পাশে হরতালের সমর্থনে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি বাস ও একটি অটোরিকশায় ভাংচুর করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন নেতাকর্মীরা।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, সকাল ১১টার দিকে চাম্বলবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীর পিকেটিংয়ের সময় একটি বাস ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মহিউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা প্রক্রিয়াধীন। তবে গাড়ি ভাংচুর করা সবাই বহিষ্কৃত বিএনপি নেতা লিয়াকত আলীর অনুসারী বলে জানিয়েছেন সুধাংশু শেখর হালদার।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট