চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

দীঘিনালা-সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩ | ৪:২৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এসময় পর্যটকবাহী একটি মাহেন্দ্র, একটি পিকআপ ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

 

এদিকে অবরোধের কারণে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোয় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। শহরের ভেতরে স্বল্প সংখ্যক ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করলেও শহরতলীতে কঠোরভাবে চলছে সড়ক অবরোধ।

 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাতে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ-এর চার নেতাকর্মী নিহত হন। এর প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে ইউপিডিএফ।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট