চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বাঁশখালী আসনে প্রার্থীতা ফিরে পেলেন ইসলামী ঐক্যজোটের চাটগামী

বাঁশখালী সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৩ | ৬:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফকত হোসাইন চাটগামীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপীল মঞ্জুর হওয়ায় প্রার্থীতা ফেরত পেয়েছেন। আয়কর রিটার্নের সত্যায়িত কপি না দেয়ার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র প্রথমে স্থগিত এবং পরে বাতিল করেছিলেন।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পুরো প্যানেল।

 

এ ব্যাপারে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী শফকত হোসাইন চাটগামী বলেন, সংসদ নির্বাচনে অংশ নিতে আমি সকল ডকুমেন্ট ও কাগজপত্র দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। বাতিলের বিরুদ্ধে শফকত চাটগামী গত ৮ ডিসেম্বর নির্বাচন কমিশনে মামলা দায়ের করেন। আপিলে মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট