চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে ঋণের বোঝা সইতে না পেরে আত্নহত্যা

রাজস্থলী সংবাদদাতা

১৪ ডিসেম্বর, ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে ঋণের বোঝা সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে থুইমং মারমা (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। থুইমং মারমা উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহাজনপাড়া গ্রামের চিংহ্লামং মারমার ছেলে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বাঙালহালিয়াতে বসতঘরের বিমের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে হঠাৎ বসতঘরের বিমের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় থুইমং মারমাকে দেখতে পান তার স্ত্রী। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে থুইমংকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তার স্ত্রী জানান, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ এনেছিলেন তার স্বামী। এ ঋণের বোঝা সইতে না পেরেই তার স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।

 

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট