চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৪ ডিসেম্বর, ২০২৩ | ১:২১ অপরাহ্ণ

টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাকের (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১০ হাজার ইয়াবা, ১৩৬ বোতল বিদেশি মদ, ৫৭৬ ক্যান বিয়ার ও ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

আটক মো. শাকের টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুরানপাড়ার সালামত উল্লাহর ছেলে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে সাবরাং ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার চক্রের আরও ২ সদস্য কৌশলে পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি। তিনি জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে সাবরাং ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় ৩ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালিয়ে শাকের নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা, ১৩৬ বোতল বিদেশি মদ, ৫৭৬ ক্যান বিয়ার ও ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

 

তিনি আরও জানান, মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারী চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট