চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অবরোধের সমর্থনে সাতকানিয়ায় বিএনপির ঝটিকা মিছিল

সাতকানিয়া সংবাদদাতা

১৩ ডিসেম্বর, ২০২৩ | ৪:২০ অপরাহ্ণ

সরকারের পদত্যাগসহ ১১ দফা দাবিতে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ও হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের মিঠাদীঘি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সাতকানিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ছদাহা মিঠাদীঘি এলাকা থেকে চট্টগ্রাম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে মিছিল বের।

এ সময় নেতাকর্মীরা অবৈধ তফসিল মানি না মানবো না বলে সরকারের পদত্যাগ চেয়ে নানা ধরনের স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক সোলাইমান বাবুল, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট