
চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ও ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে তিনটি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) পৌরসভার বুড়ি পুকুর পাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।
তিনি বলেন, পণ্যের মূল্য তালিকা ব্যবসা প্রতিষ্ঠানে না টাঙানোয় ও অবৈধ ভাবে ফুটপাতে দোকানের মালামাল রেখে জনভোগান্তি সৃষ্টি করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ