চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বান্দরবান কারাগার থেকে মুক্তি পেলেন নেপালী নাগরিক

বান্দরবান প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২৩ | ২:১৫ অপরাহ্ণ

আটকের ১০ মাস পর বান্দরবান কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে অম্বর থাপা বুরা (২৪) নামের এক নেপালী নাগরিককে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান তাকে গ্রহণ করেন।

 

এ সময় সেখানে নেপাল রাষ্ট্রদূতের সচিব রিয়া চিত্রা, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, জেল সুপার মো. জান্নাতুল ফরহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

গত ২৮ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে ১০ মাস কারাভোগের পর ওই বিদেশি নাগরিককে নেপাল দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে। কারাগার থেকে মুক্তি পাওয়া অম্বর থাপা বুড়া নেপালের জাজারকোট রাজ্যের গোঘী গ্রামের দর্জিত বুরার পুত্র।

 

এদিকে, নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি এ ঘটনায় বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট