চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযান, ২০ শতক জমি উদ্ধার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪১ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী বনরেঞ্জের বনভূমি দখল করে ঘর নির্মাণকালে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং হাসিনা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে ডুলাহাজারা বিট কর্মকর্তা, ভিলেজার ও সিপিজি সদস্যরা এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন।

 

রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, রিংভং হাসিনা পাড়া এলাকায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি পলিথিন দিয়ে বনবিভাগের রিজার্ভ জমিতে ঘর নির্মাণ করার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে বনবিভাগের লোকজন নিয়ে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় ফোরকান ও গিয়াস উদ্দিনের স্ত্রী উচ্ছেদ কাজে বাধা প্রদান করেন। পরে তাদের আটক করার চেষ্টা করলে দ্রুত পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বন বিভাগের প্রায় ২০ শতক জমি।

 

তিনি আরো জানান, বনবিভাগের জমিতে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট