চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম

রাউজান সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৩ | ৮:৪৪ অপরাহ্ণ

আপিলে প্রার্থীতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম।

 

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকা নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে শফিউল আজমের মনোনয়নটি বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

 

প্রার্থীতা ফিরে পাওয়ার পর অ্যাডভোকেট শফিউল আজম বলেন, আমি বর্তমান এমপি ও হেভিওয়েট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এবং অন্য আরো তিন প্রার্থীর সাথে ভোটযুদ্ধ চালিয়ে যাব।

 

জানা যায়, দুইজন ভোটার-সমর্থকের ঠিকানা গরমিল থাকায় শফিউল আজমের মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং অফিসার।

 

উল্লেখ্য, শফিউল আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সাইপ্রাস থেকে হোটেল ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব সাউথ প্যাসিফিক ফিজি থেকে পাবলিক ব্যবস্থাপনার উপর ডিগ্রি নেন। বর্তমানে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশার সাথে জড়িত।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট