চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে বেশিদামে পেঁয়াজ বিক্রি, তিন দোকানিকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৯ ডিসেম্বর, ২০২৩ | ৮:৩৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পেঁয়াজসহ দ্রব্য মূল্যের উর্দ্বগতি ঠেকাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকাল ৫টায় পৌরসদর মোহন্তেরহাটে এ অভিযানকালে ৪টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন।

 

তিনি জানান, কতিপয় ব্যবসায়ী সিন্ডিকেট করে সারাদেশে হটাৎ পেঁয়াজসহ দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে ক্রেতাদের হয়রানি করছে। এ অবস্থা ঠেকাতে দুর্নীতিপরায়ণ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশনা পেয়ে আমি অভিযান পরিচালনা করি। অভিযানকালে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩টি দোকান জাফর স্টোর, অপু স্টোর ও আজম স্টোরকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় মেসার্স আলী ফার্মেসি নামক ঔষুধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছি।

 

তিনি বলেন, বেশি মূল্যে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্য বিক্রি করলে এখন থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোথায় কোথায় পেঁয়াজ বা অতিরিক্ত পণ্য মজুদ আছে তা জানতে আমরা কাজ করছি। অভিযান অব্যহত থাকবে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট