চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি বোয়ালখালীতে

বোয়ালখালী সংবাদদাতা

৯ ডিসেম্বর, ২০২৩ | ১২:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর সন্দেহে ৫ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার আমুচিয়া ইউনিয়নে এসব যুবককে ধাওয়া দিয়ে আটক করা হয়।

 

গণপিটুনিতে আহতরা হলো- পশ্চিম শাকপুরা ৬ নম্বর ওয়ার্ডের জাফর আহমদের ছেলে মো. জাবেদ হোসেন (৩২), একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. লেদু মাঝির ছেলে মো. লিটন (৩১), শাকপুরা ইউনিয়নের ঘোষখীল গ্রামের মো. জামালের ছেলে ইমরান হোসেন বিজয় (২০) ও একই গ্রামের চৌকিদার মো. শহীদ হাসানের ছেলে ইবনূর হাসান (২১) এবং পশ্চিম গোমদণ্ডীর মো. ইউনুচের ছেলে মো. আসাদ (২৫)।

 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

 

স্থানীয়রা জানান, ভোররাত ৩টার দিকে জ্যৈষ্ঠপুরা এলাকায় এক গৃহস্থের গোয়াল ঘরের তালা কেটে ফেলে চোরের দল। এসময় বাড়ির লোকজন বের হয়ে গোয়াল ঘরে তালা কাটা দেখতে পান এবং চোরের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিলে চোরেরদল দুইটি সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে আমুচিয়া গুচ্ছ গ্রামের দিকে চলে যায়। একপর্যায়ে খবর পেয়ে ওই এলাকায় পাহারায় থাকা লোকজন একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করতে সক্ষম হন। ওই অটোরিকশায় ৫ জন যুবক ছিল। তবে অপর সিএনজিটি পালিয়ে গেছে। তারা লাইট নিভিয়ে দিয়ে অটোরিকশা চালাচ্ছিল।

 

স্থানীয় কৃষক মো. বাবর বলেন, প্রায়দিনই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। এ কারণে গোয়ালঘর পাহারা দিতে হচ্ছে রাত জেগে। বাড়ির লোকজন সজাগ থাকায় গরু নিয়ে যেতে পারেনি চোরেরদল।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আটকদের বিষয়ে তথ্য যাছাই করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন