চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

প্রবাসী সোলাইমান বাড়িতে ফিরবেন, তবে কফিন বন্দী হয়ে

রাউজান সংবাদদাতা

৫ ডিসেম্বর, ২০২৩ | ১০:২২ অপরাহ্ণ

ছয় বছর আগে দেশে এসেছিলেন ওমান প্রবাসী মো. সোলাইমান। ভিসা জটিলতাজনিত কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আর বাড়িতে আসা হয়নি তার। পরিবারের সদস্যদের সাথে আলাপে কয়েকমাসের মধ্যে দেশে আসার কথা জানিয়েছিলেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাস দেশে ফিরবেন ঠিকই কিন্তু কফিনে বন্দী হয়ে।

 

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওমানের একটি হাসপাতালে তিনি মারা যান।

 

মৃত মো. সোলাইমান চট্টগ্রামের রাউজানের ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আকবর সিকদার বাড়ির মৃত মফজল আহমদের বড় ছেলে।

 

সোলাইমানের বড় ছেলে মো. আব্দুল্লাহ জানান, গত ৩ ডিসেম্বর রবিবার প্রতিদিনের মতো কাজে যান তিনি। সকাল ৯টার দিকে ওমানের রোস্তাক এলাকায় কর্মস্থলে হঠাৎ অসুস্থতাবোধ করে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকস্মিক এমন দুঃসংবাদ শুনে স্ত্রী, সন্তান ও স্বজনরা আহাজারিতে ফেটে পড়েন।

 

পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী জানান, ওমানে মো. সোলাইমান নামের রাউজানের এক প্রবাসীর মৃত্যুর সংবাদ পেয়েছি। তার লাশ দেশে প্রেরণের বিষয়ে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট