চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে দুর্ঘটনায় বেকারির সেলসম্যানের মৃত্যু

রাউজান সংবাদদাতা

৫ ডিসেম্বর, ২০২৩ | ৭:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বেকারির মালামাল বহনকারী অটোরিকশা উল্টে মো. সোহেল (১৪) নামে বেকারির এক সেলসম্যানের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের গহিরা অদুদিয়া সড়কের নোয়াজিষপুরে এই দুর্ঘটনা ঘটে।

 

মৃত মো. সোহেল ওই উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহিম উল্লাহ শাহ বাড়ির প্রয়াত লোকমান হোসেনের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জানে আলম।

 

এ বিষেয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

জানা যায়, গত ৬-৭ মাস আগে সোহেলের বাবা মারা যায়। জীবিকার তাগিদে একটি বেকারির সেলসম্যানের চাকরি নিয়েছিল কিশোর সোহেল।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট