চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত অটোচালকের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৫ ডিসেম্বর, ২০২৩ | ৬:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় আহত কামাল উদ্দীন (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।

 

মৃত কামাল উদ্দীন ওই উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধলিবিলা এলাকার দানু মিয়ার ছেলে।

 

এর আগে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তখন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. নাছির উদ্দীন ও গ্রাম পুলিশ সুলাল দত্ত। আজ মঙ্গলবার বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

উল্লেখ্য, গতকাল সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল মন্নান নামে এক যাত্রী নিহত হয়। এ সময় চালক কামাল উদ্দীনসহ আরও চার যাত্রী আহত হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট