চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

পটিয়ায় বসাকবাড়িতে মহোৎসব

অনলাইন ডেস্ক

৪ ডিসেম্বর, ২০২৩ | ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের নিত্যধামগত দূর্গাপদ বসাকের বাড়িতে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব আগামী ৭ ও ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) অনুষ্ঠিত হবে। এতে গ্রন্থ পারায়ণ, ভাগবদ পাঠ ও বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। উক্ত মহোৎসবে আয়োজক পরিবারের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

যেভাবে যাওয়া যাবে-বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কালুরঘাট ব্রিজ হয়ে শাকপুরা চৌমুহনী টেম্পো অথবা সিএনজি অটোরিকশাযোগে মুকুন্দ রামেরহাট নেমে পাকা পুলের দক্ষিণ পার্শ্বে। অথবা পটিয়া থানার মোড় থেকে সিএনজিযোগে ধলঘাট বসাকপাড়া।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট