চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বাক্ষরে গরমিল, খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

খাগড়াছড়ি সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ

স্বাক্ষরে গরমিল পাওয়ায় খাগড়াছড়ি আসনের (২৯৮ নম্বর) স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।

 

নির্বাচন কমিশনের আইন মোতাবেক স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে সমীর দত্ত চাকমার জমা দেওয়া ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ হওয়ায় তা বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, সমীর দত্ত চাকমার জমা দেওয়া স্বাক্ষরে ৭ জন ভোটারের গরমিল পাওয়া যায়।

 

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করেন।

 

পরে সমীর দত্ত চাকমা সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বহাল রাখার জন্য তিনি নির্বাচন কমিশন বরাবর আপিল করবেন। ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট