চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন বাসের ৪৫ জন যাত্রীসহ চালক ও সহকারী।
শনিবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাস চালক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর বহদ্দারহাট বাসটার্মিনাল থেকে রাঙ্গুনিয়া লিচুবাগানের উদ্দেশ্যে বাসটি ছেড়ে আসে। বাসটিতে চালক ও সহকারীসহ ৪৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থলে এসেই দুর্ঘটনায় পড়ে।
এ বিষয়ে রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, বাসটি উদ্ধার করার চেষ্টা চলছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ