চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ডিভোর্সের পর ফের বিয়ে, মনোমালিন্যে আত্মহত্যা!

বোয়ালখালী সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বাপের বাড়ি থেকে এক সন্তানের জননী শারমিন আকতার (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকলিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শারমিন ওই এলাকার মো. আনসার আলীর মেয়ে এবং উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের প্রবাসী আবদুল করিমের স্ত্রী।

 

স্থানীয় ইউপি সদস্য বাপ্পা দে জানান- শারমিনের ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। গত ৯ মাস ধরে শারমিন বাপের বাড়িতে থাকছেন। স্বামীর সাথে শারমিনের একবার ডিভোর্স হয়। এরপর তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। শুক্রবার সকাল ১০টায়ও সে দরজা না খোলায় স্বজনরা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে জানতে পারেন শারমিন গলায় ফাঁস দিয়েছে।

 

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু মুসা বলেন, খবর পেয়ে বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শারমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক মনোমালিন্যের কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/এএইচ

শেয়ার করুন