চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবা আবদুর রহমান (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পুটিবিলা ইউনিয়নের সরই এলাকার বলীর জুম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ওই এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে। অভিযুক্ত মেয়ের নাম হুমাইরা (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ও চৌকিদার কবির আহমদ।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে।
পূর্বকোণ/এএইচ