চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে ছাত্রলীগ দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান, উত্তেজনা

৩০ নভেম্বর, ২০২৩ | ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে হরতাল-অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের দুইগ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ সতর্ক অবস্থান থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা সদরের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে ও আওয়ামী লীগ দলীয় অফিসের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে ছাত্রলীগ নেতা কর্মীরা জড়ো হতে থাকে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে সংঘাত-সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।

 

জানা গেছে, দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন উপজেলা ছাত্রলীগ সভাপতি একরামুল হক মুন্না ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেল।

 

এদিন একই সময়ে নৌকা মার্কার সমর্থনে আনন্দ মিছিল করার ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নয়ন উদ্দীন রিকন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নঈম উদ্দীন।

 

ঘোষণা অনুযায়ী উভয় পক্ষের লোকজন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে চাইলে পুলিশ তাদের মাঝে অবস্থান নেয়। এতে একরামুল হক মুন্না গ্রুপ দলীয় কার্যালয়ের সামনে ও নয়ন উদ্দীন রিকন গ্রুপ সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে অবস্থান নেয়। দুপুর ১২ টার দিকে তারা পৃথক মিছিল নিয়ে কানুনগোপাড়া সড়কের দুই দিকে চলে যান।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ছাত্রলীগের দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে পুলিশ সতর্ক অবস্থান থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট