চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

পটিয়া সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইউসুফ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন নাদিয়া কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মো. ইউসুফ পটিয়া ৭নং ওয়ার্ডের মালিয়ারা ইউনিয়নের গুরা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর অ্যালান পরিবহনের একটি বাস চট্টগ্রামমুখী ঈগল পরিবহনকে ওভারটেক করতে গিয়ে পথচারী মো. ইউসুফ (৪০) কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়কের পাশে বিয়ের ফুল কমিউনিটি সেন্টারের বিপরীতে ভাড়া বাসা থেকে বের হয়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তি রাস্তার পাশ ধরে হাঁটছিলেন। এসময় দ্রুতগামী বাসটি ওভারটেক করতে গেলে ওই যাত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট