কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানির অভিযোগে আব্দু রহিম নামে এক ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিভিন্ন অভিযোগে ফটোগ্রাফারদের ১২টি ক্যামেরা জব্দ করা হয়।
বুধবার (২৯ নভেম্বর) বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা।
তিনি বলেন, সমুদ্রসৈকতে আগত পর্যটকরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ ফটোগ্রাফার কর্তৃক হয়রানির শিকার হন। ৫০টি ছবির জায়গায় ১ শ ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করে। অনেক সময় অতিরিক্ত টাকা না দিলে পর্যটকদের নানানভাবে জিম্মি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে এক ফটোগ্রাফারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে ১২টি ক্যামেরা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, সৈকতের সকল ফটোগ্রাফারদের সতর্ক করা হয়েছে। কোন উপায়ে পর্যটক হয়রানি করা যাবে না। যেকোন ধরনের পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরাফাত/জেইউ