চট্টগ্রামের রাউজানে বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত মো. বাপ্পি (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
দুর্ঘনার তিনদিন পর আজ বুধবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত বাপ্পি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ছামিদার কোয়াং এলাকার তেতুলতলা বাড়ির হাসিনা আক্তারের ছেলে।
স্থানীয়রা জানান, বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাপ্পি। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, পরে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম অসিত কুমার দাশ বলেন, আহত হওয়ার পর আমি ঘটনাস্থলে যাই। মারা যাওয়ার বিষয়টি আমাকে এখনও কেউ জানায়নি।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ টুটুন মজুমদার এ বিষয়ে অবগত নয় বলে জানান। তবে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তপন মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ