চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৩ | ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় আব্দুল শুক্কুর (৩২) নামে এক যুবককে খুনের মামলার প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরীকে (৫৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শহিদুল্লাহ চৌধুরী সাতকানিয়ার মীরপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্তের একটি ফিলিং স্টেশনে কাজ করতেন আব্দুল শুক্কুর নামে এক ব্যক্তি।

 

গত বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাপস কান্তি দত্তের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় আব্দুল শুক্কুর। এতে প্রতিপক্ষ দল আব্দুল শুক্কুরের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার দিন গত বছরের ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন আব্দুল শুক্কুর ওই ফিলিং স্টেশনের চাবি আনতে তাগস কান্তির কাছে যাওয়ার পথে শহীদুল্লাহ চৌধুরী ও তার অনুসারীরা আব্দুল শুক্কুরের পথ আটকায় এবং তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে শহীদুল্লাহ চৌধুরী আব্দুল শুক্কুরকে গুলি করে। এ ঘটনায় আব্দুল শুক্কুরের বড়ভাই বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেন।

 

র‌্যাব আরও জানায়, মামলার পর থেকে ওই ঘটনার আসামিরা পলাতক ছিল। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম অব্যহত ছিল। এক পর্যায়ে র‌্যাব জানতে পারে ওই ঘটনার প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরী খুলশীর একটি আবাসিক এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে শহিদুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল্লাহ চৌধুরী ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে স্বীকার করেন।

 

 

পূর্বকোণ/আরডি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট