চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ফাইল ছবি

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৩ | ১১:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আব্দুচ্ছালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৯ নভেম্বর) মাগরিবের নামাজের সময় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর পাহাড় ঘেঁষা ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুচ্ছালাম ভিলেজার পাড়ার শরফুদ্দিনের ছেলে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম। তিনি বলেন, পাহাড়ি ঝিরি থেকে ক্ষেতের ধান কেটে ঘরে আনার সময় একটি দলছুট হাতি অতর্কিত হামলা চালায় ও পায়ে পিষ্ট করলে মারা যায় আব্দুচ্ছালাম।

 

চেয়ারম্যান আজিম আরও বলেন, হাতির আক্রমণে নিহত হলে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নিয়ম রয়েছে। তাই ঘটনাটি বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন