চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

খাগড়াছড়ি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩, জমা দেন ১ জন

খাগড়াছড়ি সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২৩ | ৯:৪১ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন এবং জমা দিয়েছেন একজন।

 

বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি থেকে একজন করে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

 

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোওয়াজার। সমীর দত্ত চাকমার পক্ষে তার চাচাত ভাই বিপ্লব চাকমা এবং মিথিলা রোওয়াজার পক্ষে জেলা জাতীয় পার্টির স্চ্ছোসেবক কমিটির সাংগঠনিক সম্পাদক জিকু ত্রিপুরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. শহিদুজ্জামান।

 

তিনি জানান, আজ বুধবার পর্যন্ত তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বুধবার বিকেলে তার মনোয়নপত্র জমা দেন। এ নিয়ে আওয়ামী লীগ থেকে তিনবারের মতো মনোনয়ন পেয়েছেন তিনি।

 

 

পূর্বকোণ/আরডি/পারভেজ

শেয়ার করুন