চট্টগ্রামের রাউজানে একাধিক মামলার আসামি মো. সালাউদ্দিনকে (৫২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার কদলপুর ইউনিয়নের রাউজান টু পাহাড়তলী সড়কের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সালাউদ্দিন উপজেলার কদলপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সালাউদ্দিনকে এলজি ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় চারটি সুনির্দিষ্ট মামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আজকে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ