চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৩ | ১০:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে ছয় মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এবং ১৬ এপিবিএন সদস্যরা। এ সময় ৪ হাজার ২ শ ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সোমবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলার নয়াপাড়া, শালবাগান ও লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল, ৪ হাজার ১৫০ ইয়াবাসহ ব্লক-এইচ নুর মোহাম্মদের স্ত্রী আয়েশা বেগম (৪৫), নুর মোহাম্মদের মেয়ে সকিনা (২২), টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া তাজুল মুল্লুকের ছেলে ফেরদৌস আলম (২৭), শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫০ পিস ইয়াবাসহ ব্লক-ডি, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প অছির আহমদের ছেলে আব্দুর রহিম (৩৯), ব্লক-ই/৩, ক্যাম্প-২৬, শালবাগান মো. রশিদের ছেলে মো. রুবেল (২৩) ও ৯০০ গ্রাম গাঁজাসহ ব্লক-ই, লেদা ক্যাম্প থেকে মৃত নূর মোহাম্মদের স্ত্রী খালেদা খাতুন (৩২)।

 

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে মাদক নিয়ে তিন নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট