‘জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজনীতিক এমআর আজিমকে চেয়ারম্যান ও শিক্ষানুরাগী বিপ্লব মিত্রকে ভাইস চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার সন্ধ্যায় মোমিন রোডস্থ জিনিয়াস কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- পরীক্ষানিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, সদস্যসচিব বিলকিছ আকতার, যুগ্ম সদস্যসচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক এম মোজাম্মেল হক, শিক্ষাবিষয়ক সম্পাদক রিদওয়ানুল হক, প্রচার সম্পাদক ইমরান বিন ইসলাম ও প্রকাশনা সম্পাদক মোহসিন পারভেজ। সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জামাল উদ্দিন, লায়ন আফসার হোছাইন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, এএসএম নাসির উদ্দিন, লায়ন সমর কুমার দে, বিলকিছ আকতার, মোজাম্মেল হক, সুশান্ত কুমার শীল, ইমরান বিন ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ