চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কাউখালীতে নির্মাণাধীন কালভার্টে পড়ল অটোরিকশা, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৩ | ২:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে নির্মাণাধীন কালভার্টের মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

 

নিহত অটোরিকশা চালক অংসাজাই মারমা (২৪) উপজেলার কোলাপাড়ার থুইচামৌ মারমার ছেলে। আহতরা হলেন- একই এলাকার পাইমুচিং মারমা ও লাছিথুই মারমা।

 

শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, গতকাল দিবাগত রাতে কলমপতি ইউনিয়নের বড়ইছড়ি এলাকার চৌধুরীপাড়া চীবর দানোৎসব থেকে অটোরিকশাযোগে কয়েকজন যাত্রী কুলাপাড়া যাচ্ছিল। এ সময় অটোরিক্সাটি একটি নির্মাণাধীন কালভার্টের মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক। আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী পূর্বকোণকে বলেন, ‘চীবর দানোৎসব থেকে ফেরার পথে কালভার্টে দুর্ঘটনা ঘটেছে। এতে চালক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট