চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সিএনজিচালিত ট্যাক্সি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার পটিয়ায়

পটিয়া সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২৩ | ১২:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত ট্যাক্সি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে পটিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই ট্যাক্সি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তাররা হল, বাঁশখালী উপজেলার বাহারছড়া মধ্যম ইলশা বখশী হামিদের বাড়ির আবুল খায়েরের ছেলে মোবারক হোসেন (২০), একই এলাকার নুরুল আবছারের ছেলে মো. শাকিব (২৫) ও শেখ ইনার বক্স চৌধুরী বাড়ির মো. হাসেমের ছেলে মো. করিম (৩০)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে পটিয়া পৌরসদরের বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় চোরাই সিএনজিচালিত ট্যাক্সি বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের হোতা মোবারক হোসেনকে চোরাই ট্যাক্সিসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে, বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো. করিম ও মো. শাকিবকে গ্রেপ্তার করে এবং তাদের দেখানো মতে বাঁশখালী পশ্চিম গোমদণ্ডী আবুল কালাম মেম্বারের বাড়ির আহম্মদ রশিদের বিল্ডিংয়ের সামনে থেকে আরও একটি ট্যাক্সি উদ্ধার করা হয়। চুরির ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সিএনজিচালিত ট্যাক্সি চোরচক্রের সদস্য। অভিযানের সময় আরও দুই চোর পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট