চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুলছাত্র আবির হোসেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই স্কুলছাত্রের বাবার নাম আবির বেলাল বলে জানা গেছে।
এর আগে সোমবার (২০ নভেম্বর) চট্টগ্রামের বালুছড়া লায়লা সুপার মার্কেটের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকার বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত আবির চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাস উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের বাবা মো. বেলাল বলেন, গত সোমবার দুপুরে ওই ভবনে আমার ছেলে কোচিৎ করতে যায়। স্যার না আসায় সে ছাদে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় আবিরের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে যায়। তাকে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/এএইচ