চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ার ১০ অবৈধ করাতকলে অভিযান

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৩ | ১০:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে স্থাপিত ১০টি অবৈধ করাতকলে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্বেও বৈধ কাগজপত্র সংগ্রহ না করায় অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ  ও করাতকলের মালামাল জব্দ করা হয়েছে। বিকল করে দেওয়া হয়েছে করাতকলের মেশিন। জব্দকৃত মালামাল ও কাঠ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ ও বারবাকিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এই অভিযানের নেতৃত্ব দেন।

রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে পেকুয়া বাজারের অবৈধ করাতকলগুলো চলছিল। করাতকল মালিকদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও তাঁরা লাইসেন্স করেনি। এজন্য অভিযান চালিয়ে করাতকলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট