চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম-১২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অধ্যাপক হারুন

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩ | ৭:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র  অধ্যাপক হারুনর রশীদ। সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। 

 

অধ্যাপক হারুনুর রশীদ জানান, পটিয়া পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। মেয়র থাকাকালীন  এলাকার উন্নয়ন ও সুখে-দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি নিজের সবটুকু উজাড় করে কাজ করবো।

 

উল্লেখ্য, বনেদি পরিবারের সন্তান হিসেবে পটিয়ায় অধ্যাপক হারুনুর রশীদের পারিবারিক ঐতিহ্য ও সুনাম  রয়েছে। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট