খাগড়াছড়িতে মো. সফিকুল ইসলাম রাসেল নামে এক ব্যবসায়ীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার (২০ নভেম্বর) সকালে পৌর শহরে রাসেলের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সড়ক অবরোধ করে আধা ঘণ্টাব্যাপি এই সমাবেশ চলে। সমাবেশে বক্তারা এগারো দিন পার হয়ে গেলেও রাসেলকে মুক্তি না দেওয়ায় আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ও সাবেক কাউন্সিলর মাসুদ রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর মো. সফিকুল ইসলাম রাসেল তার ব্যবসায়িক কাজে বাগান দেখতে গিয়ে আট মাইল এলাকা থেকে অপহরণের শিকার হয়।
পূর্বকোণ/পিআর/এসি