চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

গাছপালা ভেঙ্গে উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মিধিলির প্রভাবে মিরসরাইয়ে গাছ পড়ে প্রাণ গেল শিশুর

মিরসরাই সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট দমকা বাতাসে গাছের ডাল ভেঙ্গে পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

 

শুক্রবার ( ১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় কাটাবিল এলাকার হাসমত আলী ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে।

 

নিহত সিদরাতুল মুনতাহা আরিয়া ওই বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।

 

মুনতাহার চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ঘরের সবার অগোচরে শুক্রবার বিকেলে বাড়ির সামনে গেলে একটি গাছ পড়ে আমার ভাতিজি গুরুতর আহত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন।

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌমিতা রায় জানান, গাছের ডাল পড়ে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।

 

এদিকে দমকা ঝড়ো বাতাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌর এলাকায় ব্যাপক গাছপালা ভেঙ্গে পড়েছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। জমির পাকা আধাপাকা আমন ধানের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়ে দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টির কারণে শীতকালীন সবজি ক্ষেতে পানি জমে রয়েছে। পানি না সরলে নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকেরা।

 

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম সাইফুল আহমেদ জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। গাছ পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমবাড়িয়া এলাকায় তার ছিঁড়ে রেললাইনের উপর পড়ে ছিল। আমি টিম নিয়ে গিয়ে তার সরিয়েছি। আমাদের কর্মীরা মাঠে কাজ করছে। এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে বলা মুশকিল।

 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এক শিশু গাছের ডাল ভেঙ্গে পড়ে মারা গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে খুঁটি ভেঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ঘূর্নিঝড়ে সতর্কতা সংকেত ৬ নম্বর থেকে ৩ নম্বরে নেমে এসেছে। আমরা বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব।

 

পূর্বকোণ/মিঠু/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট