চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ, আটকা শতাধিক পর্যটক

টেকনাফ সংবাদদাতা

১৬ নভেম্বর, ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনদ্বীপে স্বেচ্ছায় আটকা রয়েছেন শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 

এর আগে গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকালে পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণে যায় চার শতাধিক পর্যটক। এদিন বিকালে আড়াইশ পর্যটক দ্বীপ ছাড়লেও স্বেচ্ছায় বাকিরা সেখানে থেকে যান।

 

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘৩ নম্বর সংকেতের কারণে সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার থেকে জাহাজ বন্ধ থাকবে। তবে বেড়াতে আসা কিছু পর্যটক দ্বীপে রয়ে গেছেন।’

 

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী বলেন, ‘সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সাগরও উত্তাল রয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট