চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাউজানে আ.লীগের আনন্দ মিছিল

রাউজান সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।

 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে সামনে সমাবেশের মাধ্যমে শুরু হওয়া আনন্দ মিছিলটি রাঙামাটি সড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব।

 

এতে যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি স্বপন দাশগুপ্ত, কাজী মোহাম্মদ ইকবাল, জসিম উদ্দীন চৌধুরী, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, রবীন্দ্রলাল চৌধুরী, আবদুল লতিফ, আহসান হাবীব চৌধুরী হাসান, নাছির উদ্দিন, আজিজ উদ্দিন ইমু, তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, মোহাম্মদ আসিফ, নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর অ্যাডভোকেট দীলিপ কুমার চৌধুরী, শওকত হাসান চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী সাবু, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, ছাবের হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী এ নির্বাচন হবে। নির্বাচনের তফসিল ঘোষণা করায় আমরা আনন্দিত। রাউজানবাসী এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্ব ঐক্যবদ্ধ।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট