চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চালকের চোখে ঘুম, চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল দুইজনের

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩ | ১২:৩৪ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- ইকবাল হোসেন (৪৫) ও মো. ফরিদ (৪২)। এদের মধ্যে ইকবাল মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি পিকআপ চালক। এছাড়া ফরিদ তালপাড়ার হেঞ্জুমিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে। আহতরা হলেন- মধ্যম তালবাড়িয়ার ধনমিয়ার ছেলে মিজান (৪০) ও শহীদ (৪০)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার। তিনি বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আইরি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন চালক। হঠাৎ কাভার্ডভ্যানটি সড়কের পাশের দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কায় দেয়। এতে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং দুইজন আহত হন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট