কক্সবাজারের টেকনাফে দেশীয় একনলা বন্দুক এবং এক রাউন্ড কার্তুজসহ কামাল হোছন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল হোছন ওই উপজেলার একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়ার আব্দুল হাকীমের ছেলে।
বিষয়টি জানিয়ে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক এবং এক রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং অবৈধ অস্ত্র বেআইনিভাবে নিজ হেফাজতে রেখে ভয়ভীতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে জানায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়।
তিনি আরও বলেন, কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ