ফটিকছড়ির শস্যভাণ্ডার খ্যাত খিরাম ইউনিয়ন। একটি সেতুর জন্য এতদিন পিছিয়ে ছিল কৃষিসমৃদ্ধ এলাকাটি। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য হতে বঞ্চিত হতো কৃষকরা। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপে সর্ত্তা খালের উপর নির্মিত হচ্ছে হলদিয়া-হচ্চার ঘাট সর্ত্তা সেতু।
আজ সোমবার সেতুর ভিত্তিরপ্রস্তর স্থাপন হবে। এই একটি সেতু খিরামের জনজীবন পাল্টে দেবে বলে প্রত্যাশা স্থানীয়দের। বিপ্লব ঘটবে কৃষিতে, বাড়বে অর্থনৈতিক সমৃদ্ধি।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান জানান, খিরামে পাহাড়ে জুম চাষসহ এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়। ওই এলাকার মাটি খুবই উর্বর। সেতু না থাকায় কৃষকেরা অনেক পিছিয়ে ছিল। হলদিয়া-হচ্চার ঘাট সেতু কৃষি বিপ্লব ঘটাবে খিরামে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ জানান, খিরামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন দৃশ্যমান হচ্ছে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে খিরাম। খিরামের কৃষকের ঘাম বৃথা যাবে না।
পূর্বকোণ/আরডি