চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে নরমাল ডেলিভারিতে ১২ শিশুর জন্ম

হাটহাজারী সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৩ | ৪:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে ১২ নবজাতকের জন্ম হয়েছে। যার মধ্যে ৭ জন মেয়ে এবং ৫ জন ছেলে। ডেলিভারির পর মা ও নবজাতক সুস্থ আছে।

 

২৪ ঘন্টায় ১২টি নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করায় গাইনী কনসালটেন্ট, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা।

 

তিনি পাশাপাশি ইউএইচএন্ডএফপিও সেই সকল প্রসূতি মায়েদের অভিভাবকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন যারা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য সেবায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বার সবসময় উন্মুক্ত। স্বাস্থ্যসেবা ও সকল প্রকার প্রসূতি সেবা প্রদানে টিম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বদ্ধপরিকর।

 

প্রসঙ্গত, গত মাসেও ১২০ জন ডেলিভারি হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সিজারিয়ান সেকশানও নিয়মিতভাবে সম্পন্ন হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট