চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী মাসুদ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অন্যতম সন্ত্রাসী মো. মাসুদকে (৩৮) আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 

সোমবার (৬ নভেম্বর) রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

 

গ্রেপ্তার মাসুদ উপজেলার সলিমপুর ইউনিয়নের উত্তর ফকিরপাড়ার আবুল হাসেমের ছেলে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, মাসুদ জঙ্গল সলিমপুরের চিহ্নিত ৩৯ জন সন্ত্রাসীর মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে ২১টি মামলা আছে। সে সোমবার রাতে নাশকতার লক্ষ্যে সংঘবদ্ধ হবার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়ের শেষে মঙ্গলবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট