চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

কেওড়া বাগানে ১৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি’র ধাওয়া খেয়ে ১৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালিয়ে গেল পাচারকারীরা। পরে বিজিবির সদস্যরা ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ ইয়াবা উদ্ধার করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

সোমবার (৬ নভেম্বর) টেকনাফের সীমান্তবর্তী কেওড়া বাগানের ভেতর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গতকাল রাতে বিজিবির সদস্যরা কেওড়া বাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে বরফকল এলাকায় কেওড়া বাগানের ভেতর দিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের তারা দ্রুত বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি জব্দ করা হয়। এতে পাওয়া যায় ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লাখ ইয়াবা। যার আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন