চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

সুপারি চুরিতে বাধা দেয়ায় উখিয়ায় বৃদ্ধকে পেটালো চোর

উখিয়া সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২৩ | ১০:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে সুপারি চুরিতে বাধা দেয়ায় ফকির আহম্মদ (৮৩) নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে চোরের দল।

 

সোমবার (৬ নভেম্বর) ভোরে ঘটনাটি ঘটে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি বাদামতলী এলাকায়।

 

আহত ফকির আহম্মদ ওই এলাকার মৃত কালা চানের ছেলে ও উখিয়া সংবাদপত্র এজেন্ট আমিন উল্লাহর শ্বশুর।

 

আহত ফকির আহম্মদ বলেন, গত কয়েকদিন ধরে তার সুপারি বাগান থেকে প্রতিনিয়ত সুপারি চুরি হচ্ছে। চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছিলাম ঘটনার দিন ভোরে সুপারি চুরি করার সময় প্রতিবেশী মৃত আহম্মদ উল্লাহর দুই ছেলে জয়নাল আবেদীন (২৬) ও মো. সোহেল (২৩) আট পিয়ল সুপারি পেড়ে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাকে পা-ও গায়ে আঘাত করে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ ঘটনার ব্যাপারে অবগত নয় বলে জানান। তবে অভিযোগ পেলে চোরদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট