চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, জাল-মাছ জব্দ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ

২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে মাছ ধরার সময় আড়াই লাখ মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

 

শনিবার (২৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিমন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীর নেতৃত্বে স্বন্দ্বীপ চ্যানেলের সলিমপুর ও বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরে মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলার সলিমপুর ও বাড়বকুণ্ড সাগর উপকূলে শনিবার অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

 

পরে জব্দকৃত ইলিশ এতিমদের মাঝে বিতরণ এবং মাছ ধরার জালগুলো পুড়িয়ে ধংস করা হয়।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট