চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় বন বিভাগের অভিযানে দুই শ সাদা বক উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ

বন বিভাগের অভিযানে কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে শিকারীর কবল থেকে উদ্ধার করা হয়েছে দুই’শ সাদা বক। উদ্ধার বকগুলো বিকালে অবমুক্ত করেছে উখিয়া বন বিভাগ। এ সময় বক শিকারে ব্যবহৃত ৩ হাজার ফুট জাল জব্দ করা হয়। জাল ও বক রেখে পালিয়ে যান শিকারীরা।

 

শনিবার (২৮ অক্টোবর) ও গত বৃহস্পতিবার দুদিনে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এসব বক উদ্ধার করা হয়।

 

স্থানীয় ফরিদ ও শাহজাহান বলেন, দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু পাখি শিকারি মাছকারিয়া বিলে জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে এসব বক বাজার ও রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি করে আসছিল।

 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাখি প্রকৃতির প্রাণ। সাদা বক সুষ্ঠু চাষাবাদে ভূমিকা রাখে। মাছকারিয়া এলাকার কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই সাদা বক ধরেন। তাদের শাস্তির আওতায় আনতে আমরা অভিযান পরিচালনা করে দুদফায় প্রায় দু’শ সাদা বক উদ্ধার করে অবমুক্ত করেছি। এ সময় পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

তবে পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

 

অভিযানে উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, ওয়ালা বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, বনকর্মী, সিপিসি সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট