চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

উখিয়ায় ওয়ানশুটারগানসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৮ অক্টোবর, ২০২৩ | ৭:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশ। এ সময় ২টি ওয়ানশুটারগান, ১ রাউন্ড রাইফেলের গুলি, ২টি রাইফেলের গুলির খালি খোসা ও ১ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

 

শনিবার (২৮ অক্টোবর) ভোর রাতে ক্যাম্প-৮/ওয়েস্ট, ব্লক-এফ, সাব-ব্লক-এ/৫৯ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আমির সুলতান (৩৫) ৮ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ই ৪২ /এ ব্লকের মো. সিদ্দিকের ছেলে।

 

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর ফাতেমার পরিত্যক্ত বসতঘর থেকে আমির সুলতানকে ২টি ওয়ানশুটারগান, ১ রাউন্ড রাইফেলের গুলি, ২টি রাইফেলের গুলির খালি খোসা ও ১ রাউন্ড শটগানের কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট